কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
সূচিপত্রঃ কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
- কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
- কেমোথেরাপির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া
- অন্যান্য কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া
- এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ কি
- অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
- শেষ কথা
কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
ক্যান্সার নামটি কে জড়িয়ে আছে অনেক খানি আতঙ্ক। তবে এখন এই মরন রোগ চিকিৎসার অনেক পদ্ধতি এসেছে। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ক্যান্সার নিরাময় করা সম্ভব ও হচ্ছে। তবে এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনের সবটুকু জোর থাকা জরুরী। ক্যান্সারের অন্যতম অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি। অনেকেই যদিও এই কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে খুবই উদ্বিগ্ন থেকে থাকেন। তাই আমাদের আজকের এই পোস্টে কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
কেমোথেরাপির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া
বেশ কিছু কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেগুলো চিকিৎসা গত ভাবে প্রমাণিত হয়। তার মধ্যে উল্লেখিত কয়েকটা পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরা হলো-
চুল পড়াঃ কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে সবচাইতে পরিচিত একটা হচ্ছে চুল পড়া। চুল পড়া বলতে শুধু মাথার চুলে নয়, কেমোথেরাপি দিলে সর্ব শরীরের চুলের ক্ষতি ঘটিয়ে থাকে। যার মধ্যে রয়েছে বগল, ভ্র এবং চোখের পাতা প্রভৃতি। চুল পড়ার মাত্রা নির্ভর করে কেমোথেরাপির ডোজের উপর। চুল পড়া থেকে শুরু করে একদম টাক হওয়া পর্যন্ত।
আরো পড়ুনঃ খুসখুসে কাশি দূর করার উপায় - পুরাতন কাশি দূর করার উপায়
ক্লান্তিঃ অনেক রোগী ক্লান্তি অনুভব করে তাদের কেমোথেরাপি চিকিৎসা চলাকালীন সময়ে। এমন ক্লান্তি হবার কারণ হচ্ছে কেমোথেরাপি লক্ষ্য যুক্ত ক্যান্সার কোষ ছাড়াও ভালো কোষ গুলোকে অসুস্থ এবং ধ্বংস করে ফেলে। সুস্থ ও কোষগুলোকে ধ্বংস করার কারণে অনেক সময় ক্লান্তি অনুভব হয়ে থাকে।
বমি বমি ভাবঃ কেমোথেরাপির ওষুধের কারণে হালকা থেকে গুরুতরো ধরনের বমি বমি ভাব হতে পারে। রোগীদের কেমোথেরাপি চলাকালীন ধূমপান এবং ক্যাফেইন এড়ানোর জন্য কড়া পরামর্শ দিয়ে থাকেন। কেমোথেরাপির সময় বমি বমি ভাব থেকে হার্ড ক্যান্ডি চিবানো, বরফ বা পপসিকলস মুক্তি দিয়ে থাকে।
অন্যান্য কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
প্রধান কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও রোগীদের অন্যান্য কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
- মিনারেলের ঘাটতি
- হাতের ত্বকের বিবর্ণতা
- হাত, মুখ এবং পায়ে সমস্যা
- অপুষ্টি
- গিলতে অসুবিধা কিংবা মুখে আলসার
- গর্ভধারণের সমস্যা কিংবা ফার্টিলিটির সমস্যা
- যৌন ফাংশন হ্রাস বা লিবিডো
- মেজাজ ঘন ঘন পরিবর্তন
- মন সংযোগ হারিয়ে ফেলা
- ওজন কম হয়ে যাওয়া অর্থাৎ ওজনের পরিবর্তন
- ত্বক ও নখের গঠন এবং রঙের পরিবর্তন
- পেশির অসারতা বা ঝিনঝিন করা ও ব্যথা
- খাবার খাওয়ার সময় ব্যাথা করা
- ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য
- খিদে না থাকা
- লিভারের বিষাক্ততা
- কিডনির সমস্যা
- কানে শোনার সমস্যা
- কার্ডিওমায়োপ্যাথি
- ফুসফুসের বিষাক্ততা
এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ কি
একটা খুবই লক্ষ্য যুক্ত চিকিৎসা নয় কেমোথেরাপি। শরীরের অন্যান্য দ্রুত বিভাজিত কোষগুলোকে এটা প্রভাবিত করে থাকে এবং ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করা ছাড়াও কিছু সুস্থ কোষ কে প্রভাবিত করে থাকে। টিউমার কোষ ছাড়াও সাধারণত নিম্নলিখিত কোষগুলো প্রভাবিত হয়ে থাকে।
- প্রজনন এবং পাচক সিস্টেমে জীবন্ত কোষ
- চুলের ফলিকলস
- অস্থিমজ্জা কোষ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
কেমোথেরাপি চিকিৎসার সাথে বিভিন্ন ওষুধের মিথস্ক্রিয়া দ্বন্দ্বের কারণে হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, রক্ত জমাট বাঁধতে প্লেটলেট গুলো সাহায্য করে থাকে এবং অতিরিক্ত রক্তপাত প্রতিরোধ করে থাকে। অনেক কেমোথেরাপি ওষুধ প্লেটলেটের সংখ্যা একটা উল্লেখযোগ্য সময়ের জন্য কমিয়ে দিয়ে থাকে। যদি একজন রোগী কেমোথেরাপি ছাড়াও এসপিরিন বা অন্যান্য অন্যান্য অনুরূপ ওষুধের কোর্সে থেকে থাকেন, তবে এটা গুরুতরভাবে রক্তপাত ঘটাতে পারেন।
আরো পড়ুনঃ বিনিয়োগের প্রকারভেদ - বিনিয়োগের বৈশিষ্ট্য
যেটা একটা সাধারণ মানুষ (কেমোথেরাপি গ্রহণ করেন না এমন) একই রকম ওষুধের সময় মনে করবে না। কেমোথেরাপি শুরু করার আগে আপনি কোন প্রকার ওষুধ ওষুধ খাচ্ছেন কিনা সেটার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিবেন। এইসব ডাক্তারি কে জানানো খুবই দরকার।
শেষ কথাঃ কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া
কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ কি অন্যান্য কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যদি সবার আগে জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই কেমোথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
nice artikel