সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকী হাসিল করুন




পোস্ট সূচিপত্র:


১। কোন সময় প্রতি কদমে এক বছর নফল নামাজ ও রোজার নেকী হয়:

উত্তর: নবী করীম (সাঃ) ফরমান , যে ব্যক্তি জুমার দিন। (১) ভালোভাবে জামা কাপড় ধুইবে (২) উত্তম রূপে গোসল করবে। (৩) সবার আগে মসজিদে যাবে। (৪) পায়ে হেঁটে যাবে। (৫) ইমামের কাছাকাছি বসবে। (৬) মনোযোগ সহকারে খুতবা শুনবে। (৭) কোন কথাবার্তা না বলবে। জুমার দিন এ ৭ টি বিষয়ের উপর আমল কারীদের আল্লাহ তায়ালা তার প্রতি কদমের বিনিময়ে ১ হাজার নফল নামাজ ও  ১বছরের নফল রোজার ছাওয়াব দান করবেন। 

{তিরমিজী আবু দাউদ, ইবনে মাজা, মিশকাত}

২। ৫ সেকেন্ডে যে দোয়া একবার পড়লে ১ হাজার দিন পর্যন্ত নেকি লিখা হয়:

উচ্চারণ: জাযায়াল্লাহু আন্না মুহাম্মাদাম মা-হুয়া আহলু ও। 

নবী করীম ( সাঃ) ফরমান, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে, ৭০ জন ফেরেশতা ১০০ দিন পর্যন্ত বিরতিহীন ভাবে উহার সাওয়াব লিখতে থাকবে। 

(তাবারানী, তারগীব তারহীম)

৩। ১০ সেকেন্ডে কিভাবে ২০ লক্ষ থেকে ১৪ কোটি নেকি লাভ হয়:

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। 

নবী করীম ( সাঃ) ফরমান, যে ব্যক্তি এ দোয়া একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে ২০ লক্ষ্ নেকি দান করবেন । ফরজ নামাজের পর পরই পড়া ও একটি সুন্নত আমল এটি রমজানে পড়লে ১৪ কোটি নেকি দান করবেন।

(তারগীব তারহীম, ফাজায়েলে আমল)

৪। ২০ সেকেন্ডে কি আমল করলে অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়েও অধিক নেকি লাভ হয়:

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী আদাদা খালকিহী ওয়ারিদ্বায় নাফছিহী ওয়াজিন তা আরশিহী ওয়ামিদাদা কালিমাতিহী।

(মুসলিম তিরমিজী নাসাঈ)

নবী করীম ( সাঃ) ফরমান, যে ব্যক্তি এ তাছবীহ ৩ বার পাঠ করবে সে অর্ধেক দিন তাছবীহ তাহলীল পড়ার চেয়ে ও অধিক ছাওয়াব লাভ করবে।

৫। ১০ সেকেন্ডে কি আমলে আগের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়:

উচ্চারণ: আলহামদু লিল্লাহহিল্লাজি আত্বআমানি হাজাত তায়ামা ওয়ারাজাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওয়্যাতা।

( আবু দাউদ)

৬। ৫ সেকেন্ডে কিভাবে এক লক্ষ থেকে ৭০ লক্ষ নেকি লাভ হয়:

উত্তর: নবী করীম ( সাঃ) ফরমান, যে ব্যক্তি লাইলাহা ইল্লাল্লাহু পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ।আর সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ১০০ বার পড়লে ১ লক্ষ ২৪ হাজার নেকী লাভ হয়। রমজানে ৭০ গুণ তাই রমজানে ১০০ বার পড়লে ১ লক্ষ ১৬৮০ হাজার নেকি লাভ হবে। 

( মুসলিম, তিরমিজী, আবু দাউদ, ইবনে মাজা, মুস্তাদরাক হাকিম তারগীব)

৭। কোন কালেমা জিকির ৭ আসমান ৭ জমিন হতেও ভারী:

উত্তর: নবী করীম ( সাঃ) ফরমান, ৭ আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় তবুও লা ইলাহা ইল্লাল্লাহু'র  পাল্লায় ভারী হবে এবং ইহার পরিধি আরশের নিচের স্থান ও সংকুলান হয় না।

(ফাযায়েল আ'মাল)

৮। ২ সেকেন্ডে কিভাবে উহুদ পাহাড় ওজনের অধিক নেকি লাভ হয়:

উত্তর: নবী করীম ( সাঃ) ফরমান, সুবহানাল্লাহ এর নেকী উহুদ পাহাড় হতেও উত্তম।

(ফাযায়েল আ'মাল)

৯। ২ মিনিটে কিভাবে ১০০ নকল হজ্বের নেকি লাভ করা যায়:

উত্তর: নবী করীম ( সাঃ) ফরমান, যে ব্যক্তি সকালে ১০০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে ১০০ নফল হজের ছাওয়াব দান করবেন।

(মিশকাত, আহমাদ নাসাঈ)

আর আল্লাহু আকবার বলার দ্বারা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা ভরপুর করিয়া দেওয়া হয় এবং বেশি বেশি করে পড়ার দ্বারা ঈমান তাজা হয়।

১০। কোন সময় একটি খুরমা দান করলে উহুদ পাহাড় সমতুল্য নেকী হয়:

উত্তর: সহী নিয়ত তথা একমাত্র আল্লাহ তায়ালা কে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে  ১টি খুরমা ও যদি আল্লাহর রাস্তায় দান করা হয় এর বদলাতে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় ওজন সমতুল্য ছাওয়াব দান করবেন। উহুদ পাহাড়ের ওজন আল্লাহ তা'আলা ব্যতীত কেউই জানে না ।

(ফাযায়েল আ'মাল)

ফিআমানিল্লাহ***

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url