বিশ্বের স্থাপত্য বিস্ময়কর স্থান সমূহ সম্পর্কে বিস্তারিত
চীনের মহাপ্রাচীর
চীনের মহাপ্রাচীর (গ্রেট ওয়াল অব চায়না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত। পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীর এর মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার এবং উচ্চতা প্রায় ১৫ থেকে ৩০ ফুট। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম।
আরো পড়ুন ঃ বিশ্বের প্রাকৃতিক বিস্ময়কর স্থান সমূহ
মিশরের পিরামিড
মিশরীর পিরামিড হলো পিরামিড আকৃতির প্রস্তর নির্মিত স্থাপনা সমূহ। ২০০৮ সাল পর্যন্ত মিশরে ১৩৮ টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলোর অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ সহযোগী হিসাবে। এগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি হলো জোসারের। সাধারণভাবে এটিকেই বিশ্বের প্রাচীনতম প্রস্তর নির্মিত স্থাপনা মনে করা হয়। পর্যটকরা পিরামিড দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিশরের ভিড় জমে থাকে। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিড গুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গির্জায়। গির্জায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিড গুলির মধ্যে বৃহত্তম।
আইফেল টাওয়ার
কলোসিয়াম
কলোসিয়াম প্রাচীন রোমের একটি বিরাট স্টেডিয়াম। এটি ইতালিতে অবস্থিত। কলোসিয়ামের ভিতরে রোমানরা বিভিন্ন অনুষ্ঠান ও খেলা উপভোগ করতো।
আরো পড়ুন ঃ ঘাড়ের ব্যাথা নিরাময়, লক্ষন, কারণ ও ঘরোয়া প্রতিকার
বিগ বেন
অপেরা হাউস
অপেরা হাউস অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত। এটি নির্মাণ করতে ১৪ বছর সময় লেগেছিল। রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৩ সালে এটি উদ্বোধন করেন।
বুর্জ খলিফা
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকা হচ্ছে বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। ১২৪ তলা বিশিষ্ট দালানের উচ্চতা ৮১৮ মিটার।
আরো পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৩
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url