পরকালের আজাব থেকে মুক্তি সম্পর্কিত দোয়া সমূহ অর্থসহ


আজ আমরা এই আর্টিকেলটিতে পরকালের আজাব থেকে মুক্তি, দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব থেকে মুক্তি, জাহান্নামের উত্তাপ ও কবরের শাস্তি থেকে মুক্তি, আল্লাহর আজাব থেকে বাঁচার দোয়া সম্পর্কে বিস্তারিত জানবো


১। পরকালের আজাব থেকে মুক্তির দোয়া

উচ্চারণ রব্বানা ইন্নানা আ-মান্না  ফাগফিরলানা জুনূবানা ওয়া ক্বিনা আযা-বান না-র।

অর্থঃ  হে প্রভু! তুমি আমাদের পাপ সমূহ ক্ষমা কর এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা কর। 

(সূরা আল ইমরান ১৬)

আরো পড়ুন ঃ নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ও আরো বিস্তারিত

২। দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব থেকে মুক্তির দোয়া

উচ্চারণ ঃ আল্লাহুম্মা আহসিন আ'ক্বিবাতান ফিল উমূরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিযইদ্দুনইয়া ওয়াআ'যাবিল আখিরা।

অর্থঃ হে আল্লাহ! আমাদের সব কাজের পরিণাম সুন্দর ও কল্যাণকর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আযাব থেকে রক্ষা করুন।

 ৩। জাহান্নামের উত্তাপ ও কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া

উচ্চারণঃ আল্লাহুম্মা রব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা ওয়া রব্বা ইস্রাফিলা আ'উযুবিকা মিন হা'রনিনা  ওয়া মিন আ'যাবিল ক্ববরি।

 অর্থঃ হে আল্লাহ! হে জিবরাঈল, মিকাইল ও ইসরাফিলের রব! আমি তোমার কাছে জাহান্নামের প্রতাপ ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।

(নাসাঈঃ ৫৮২৪)

আরো পড়ুন ঃ গোসলের ফরজ ও সুন্নত কয়টি কি কি বিস্তারিত পড়ুন 

৪। আল্লাহর আজাব থেকে বাঁচার দোয়া

উচ্চারণঃ ইন তু'আযযিবহুম  ফাইন্নাহুম ই'বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আ'যীযুল হাকীম।

 অর্থঃ হে আল্লাহ! আজ তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও (দিতে পারো) কারণ তারা তো তোমার এই বান্দা , আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও (তাও তোমার মর্জি) অবশ্যই তুমি হচ্ছো বিপুল ক্ষমতাশালী, প্রজ্ঞাময়।

(সূরা মাদিয়াঃ ১১৮)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url