পরিবার পরিজন ও সন্তান এর জন্য দোয়া অর্থসহ বিস্তারিত

 আজ এই আর্টিকেলটিতে পরিবার-পরিজন ও সন্তানের জন্য দোয়া, পিতা-মাতার ও সন্তানের জন্য দোয়া, নেক সন্তান লাভের দোয়া, সন্তান সংশোধনের জন্য দোয়া, সন্তান লাভের জন্য দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ঃ


  • পরিবার পরিজনের জন্য দোয়া 

উচ্চারণঃ  রব্বানা-হাব লানা-মিন আযওয়াজ্বিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররাতা আ'ইউনিও ওয়াজ্বআ'লনা লিল- মুত্তাক্বীনা ইমা-মা।

অর্থঃ হে আমাদের প্রতিপালক। আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান -সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের (খোদাভীরুদের) নেতা বানিয়ে দিন।

( সূরা ফুরকান: ৭৪)

আরো পড়ুন ঃ কিয়ামতের ১৩১টি আলামত সম্পর্কে বিস্তারিত

  • পিতা-মাতা ও সন্তানের জন্য দোয়া

উচ্চারণঃ রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী ছগীরা।

অর্থঃ হে আল্লাহ! যেমন ভাবে আমার পিতা-মাতা আমাকে শৈশবে লালন পালন করেছেন, ঠিক সেভাবেই আপনি তাদের প্রতি রহম করুন।

(সুরা বনী ইসরাইল: ২৪)

  • নেক সন্তান লাভের দোয়া

উচ্চারণঃ রব্বি হাবলি মিল লাদুনকা যুররিইয়্যাতান  ত্বইয়্যিবাতান, ইন্নাকা সামী'উদ দু'আ-য়ি।

অর্থঃ হে আমার মালিক! তুমি তোমার কাছ থেকে আমাকে (তোমার অনুগ্রহের পথিক হিসেবে) একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো।

(সূরা আল ইমরান : ৩৮)

আরো পড়ুন ঃ ঈদের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত

  • সন্তান সংশোধনের জন্য দোয়া

উচ্চারণঃ রব্বি আছলিহ লী ফী যুররিইয়্যাতি ; ইন্নঈ তুবতু ইরাকি ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।

অর্থঃ হে আমার মালিক! আমার জন্য আমার সন্তানদের সৎকর্ম পরায়ন করে দিন; আমি অবশ্যই আপনার কাছে তওবা করছি এবং নিশ্চয়ই আমি আপনার অনুগত বান্দাদেরই একজন।

(সূরা আহকাফ: ১৫)

  • সন্তান লাভের জন্য দোয়া

উচ্চারণঃ রব্বি লা তাযারনি ফারদাঁও  ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।

অর্থঃ হে আমার মালিক! তুমি আমাকে নিঃসন্তান করে রেখে দিও না, আর তুমি হচ্ছো সর্বোত্তম উত্তরাধিকারী।

 (সূরা আম্বিয়া :৮৯)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url