নতুন বিকাশ একাউন্ট কিভাবে খুলতে হয় ২০২৩
নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সহজ। বর্তমানে সকল গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এবং রবি গ্রাহক গণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন নিজের ফোন থেকেই। বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে।
ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই- কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুন।
নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন।
- মোবাইল ফোন।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
পদ্ধতিঃ
- এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নিবেন।
- আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নিবেন।
- আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পিছনের অংশের ছবি তুলবেন।
- এজেন্ট ই- কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন।
- সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
**এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফরম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুন।
নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন।
- মোবাইল ফোন।
- জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলুন।
নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন।
- মোবাইল ফোন।
- জাতীয় পরিচয় পত্র (ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স/ মূল পাসপোর্ট।
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন।
বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেনুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেনু একটিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন;
- *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেনুতে যান।
- এক্টিভেট মোবাইল মেনু বেছে নিন।
- বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান।
- কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান।
***আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন;
সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসাবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিকভাবে মোবাইল রিচার্জ ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন। তবে আপনার কেওয়াইসি ফর্ম এর তথ্য যাচাই হয়ে গেলে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনি ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট এবং বিকাশের অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *২৪৭# ডায়াল করে দিন রাত ২৪ ঘন্টা সপ্তাহে সাত দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন। একজন গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশের সকল সেবা উপভোগ করতে পারবেন।
ধন্যবাদ***
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url