উত্তম-মৃত্যু , মৃত্যুর কষ্ট থেকে বাঁচা ও মৃতদের জন্য ক্ষমা চেয়ে দোয়া
আজ এই আর্টিকেলটিতে বার্ধক্যের দুঃখ কষ্ট থেকে মুক্তির দোয়া, উত্তম মৃত্যুর দোয়া, মৃত্যুদের জন্য ক্ষমা চেয়ে দোয়া, মৃত্যুর সংবাদ শুনলে বা কোন কিছু হারিয়ে গেলে দোয়া, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া আরবী বাংলা অর্থসহ বিস্তারিত আলোচনা করা হলোঃ
- বার্ধক্যের দুঃখ কষ্ট থেকে মুক্তির দোয়া
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার কাছে শারীরিক দুর্বলতা, কৃপণতা, বার্ধক্যের দুঃখ-কষ্ট এবং দুনিয়ার ফিতনা-ফাসাদ ও কবরের আযাব থেকে আশ্রয় চাই।
(সহীহ বোখারী: ২৮২২)
- উত্তম মৃত্যুর দোয়া
উচ্চারণঃ ফা-ত্বিরিস সামা-ওয়া-তি ওয়ালআরদ্বি আনতা ওয়ালিইয়্যা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাতি তাওয়াফফানী মুসলিমাঁও ওয়ালহিক্বনী বিছ্ছালিহীন।
অর্থঃ হে আকাশ এবং জমিনের স্রষ্টা। দুনিয়া ও আখিরাতে তুমিই আমার বন্ধু। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো এবং নেককারদের সাথে আমাকে সংযুক্ত করো।
(সূরা ইউসুফ :১০১)
আরো পড়ুনঃ কবরের আযাব থেকে মুক্তি, কবর জিয়ারত, কবরবাসীর জন্য ক্ষমা সম্পর্কে বিস্তারিত
- মৃতদের জন্য ক্ষমা চেয়ে দোয়া
উচ্চারণঃ রব্বানাগফির লানা ওয়ালিইখওয়া -নিনাল্লাযীনা সাবাকূনা বিলঈমানী ওয়ালা তাজ্বাআ'ল ফি কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানূ রব্বানা ইন্নাকা রউ-ফুর রহীম।
অর্থঃ হে আমাদের রব! আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করো এবং ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোনরূপ অসন্তোষ ও কুলসতা সৃষ্টি হতে দিও না। হে আমাদের রব! তুমি বড়ই স্নেহপরায়ণ ও মেহেরবান।
(সূরা হাশর: ১০)
- মৃত্যুর সংবাদ শুনলে বা কোন কিছু হারিয়ে গেলে দোয়া
উচ্চারণঃ ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি'উন।
অর্থঃ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব।
(তিরমিযী রিয়াদুস সালেহীন : ১৩৯৫)
আরো পড়ুনঃ জান্নাত লাভ ও আল্লাহর ভালোবাসা সম্পর্কিত দোয়া সম্পর্কে বিস্তারিত
- মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া
উচ্চারণঃ লা- ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিলমাওতি সাকারাতিন।
অর্থঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই । নিশ্চয়ই মৃত্যুর বেশ যন্ত্রণা রয়েছে।
আল্লাহ হাফেজ***
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url