দৈনিন্দন জীবনে গুরুত্বপূর্ন দোয়া জিকির সমূহ বাংলা উচ্চারন অর্থসহ বিস্তারিত
- ঘুমের পূর্বে দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা বিইসমিকা আমূত ওয়া আহইয়া।
অর্থঃ হে আল্লাহ আমি তোমার নামেই ঘুমাই এবং তোমার নামে জাগ্রত হই।
(সহীহ বুখারী : ৩৩১৪)
- ঘুম থেকে ওঠার পর দোয়া
উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়া-না বআ'দআ মা মা-বাবা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি ঘুমের পর আমাদেরকে জাগ্রত করেছেন এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে।
(বুখারী : ৬৩১২)
- টয়লেটে যাওয়ার দোয়া
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউ'যুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবাইছি।
অর্থঃ হে আল্লাহ! সব রকম অপবিত্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
(সহীহ বুখারী : ৬৩২২)
আরো পড়ুনঃ পরিবার পরিজন ও সন্তান এর জন্য দোয়া অর্থসহ বিস্তারিত
- টয়লেট থেকে বের হওয়ার দোয়া
উচ্চারণঃ গুফরানাকা
অর্থঃ হে আল্লাহ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
(সুনান তিরমিযী :৭)
- আযানের পর গঠিত দোয়া
জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর এ দোয়াটি বলবে, কেয়ামতের দিন তার জন্য শাফায়েত করা আমার উপর আবশ্যক হয়ে যাবে।
উচ্চারণ ঃ আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দা' ওয়াতিত তাম্মাহ ওয়াছছালাতিন ক্বাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়ালফাদ্বীলাতা ওয়াবা'ছুহু মাক্বামান মাহমুদাল্লাযী ওয়ায়া'দতাহু।
অর্থঃ হে আল্লাহ! এ পরিপূর্ণ আহ্বান ও আসন্ন সালাতের তুমি রব। মুহাম্মদ (সাঃ) কে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং জান্নাতের সর্বোচ্চ সম্মানিত প্রদান মাকামে মাহমূদে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছো।
(সহীহ বুখারী : ৬২৪)
- মসজিদে যাওয়ার পথে দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মাজআ'ল লী ফী ক্বলবি নূরান ওয়া ফী লিসানী নূরান, ওয়া ফী সাময়ি' নূরান, ওয়া ফী বাছারী নূরান, ওয়া মিন ফাওক্বী নূরান, ওয়া মিন তাহতী নূরান ওয়া আনা ইয়ামীনী নূরান, ওয়া আন শিমালী নূরান, ওয়া মিন ইয়াদাইয়্যা নূরান, ওয়া মিন খালফী নূরান, ওয়াজআ'ল ফী নাফসী নূরান, ওয়া আ'জিম লী নূরান, ওয়া আ'জ্জইম নূরান, ওয়াজ্জাআ'ল লী নূরান। ওয়াজ'লনী নূরানী, আল্লাহুম্মা আ'ত্বিনী নূরান, ওয়াজ'ল ফী আ'ছাবী নূরান, ওয়া ফী লাহমী নূরান, ওয়া ফী দামী নূরানী, ওয়া ফিল শা'রী নূরান, ওয়া ফী বাশারী নূরান।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার অন্তরে, জবানে, কানে , চোখে, উপরে, নিচে গানে, বামে, সামনে এবং পিছনে নূর দাও। আমার সত্য উপলব্ধি করার ক্ষমতা বৃদ্ধি করে দাও এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আমার জন্য নূর তৈরি করে দাও এবং আমার শরীর নূর দিয়ে আলোকিত করে দাও। আমার গোশতে নূর দাও। আমার রক্তে নূর দাও। আমার চুলে নূর দাও এবং আমার পুরো শরীর নূরে পরিপূর্ণ করে দাও।
(সহীহ মুসলিম : ৭৬৩)
- মসজিদে প্রবেশ করার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাম খাঁ দু ঝতিকা।
অর্থঃ হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
আরো পড়ুনঃ রোগ ব্যাধি থেকে মুক্তি সম্পর্কিত দোয়া অর্থ সহ বিস্তারিত
- মসজিদ থেকে বের হওয়ার দোয়া
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিক।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।
- রজব মাসের চাঁদ দেখে দোয়া
উচ্চারণঃ আল্লা-হুম্মা বারিক ফী রাজাবা ওয়া শা'আবা-ন ওয়া বাল্লিগনা রামাদ্বান।
অর্থঃ হে আল্লাহ! আমাকে রজব ও সাবানের বরকত দান করুন এবং রমজানে পৌঁছিয়ে দিন।
- শবে কদরের দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু 'আন্নী।
অর্থঃ হে আল্লাহ! নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি অনেক পছন্দ করো । কাজেই আমাকে ক্ষমা করে দাও।
(তিরমিযী)
- খাবার শুরু করার দোয়া
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়া 'আলা বারাকাতিল্লাহ।
অর্থঃ আল্লাহর নামে, আল্লাহর পক্ষ থেকে বরকতের আশায় শুরু করছি।
- খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে দোয়া
উচ্চারণঃ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু।
অর্থঃ (খাবার) প্রথমে ও শেষে আল্লাহর নামে শুরু করছি।
(আবু দাউদ : ৩৭৬৭)
- খাবার শেষে করে দোয়া
উচ্চারণঃ আলহামদু লিল্লা- হিল্লাযী আতয়া' মানা ওয়া সাকানা ওয়া জাআ'লানা মিনাল মুসলিমীন।
অর্থঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।
(আবু দাউদ : ৩৮৫০)
আরো পড়ুনঃ জান্নাত লাভ ও আল্লাহর ভালোবাসা সম্পর্কিত দোয়া সম্পর্কে বিস্তারিত
- বাড়ি থেকে বের হওয়ার দোয়া
উচ্চারণঃ বিসমিল্লা-হি তাওয়াক্কালতু আ'লাল্লা-হি ওয়া লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা- বিল্লাহ।
অর্থঃ আল্লাহর নামে বের হচ্ছি এবং আল্লাহর উপরই ভরসা করছি । আল্লাহ ছাড়া কোন ক্ষমতা নেই। কোন শক্তি নেই ।
(আবু দাউদ :৫০৯৫)
- বাড়িতে ফেরার পর দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আসালুকা খয়রাল মাওলিজী ওয়া খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া'লল্লাহি রব্বিনা তাওয়াক্বালনা।
অর্থঃ হে আল্লাহ! ভালো প্রত্যাগমন ও ভাল গমন আপনার কাছে প্রার্থনা করছি। আল্লাহর নামেই আমাদের গমন ও প্রত্যাগমন । আমাদের রব আল্লাহর উপরেই আমাদের ভরসা।
(আবু দাউদ : ৫০৯৬)
- যানবাহনে ওঠার দোয়া
উচ্চারণঃ আলহামদু লিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হা-যা ওয়া মা কুন্না লাহূ মুক্বরিনীনা, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবূন।
অর্থঃ সব প্রশংসা আল্লাহর, পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার, যিনি আমাদের জন্য এটিকে অনুগত করে দিয়েছেন অথচ আমরা এর উপর ক্ষমতাবান ছিলাম না এবং নিশ্চয়ই আমরা আমাদের রব- এর কাছে প্রত্যাবর্তন করবো।
(সূরা যুখরুফ : ১৩-১৪ সহীহ মুসলিম : ১৩৪২)
- যানবাহন থেকে নামার দোয়া
উচ্চারণঃ রব্বি আনঝিলনী নিয়ে মুনযালাম ওয়া আনতা খয়রুল মুনযিলীনা।
অর্থঃ আমার মালিক! আপনি আমাকে বরকতপূর্ণ স্থানে অবতীর্ণ করান। নিশ্চয়ই আপনি উত্তম অবতীর্ণকারী।
( সূরা মু'মিনুন : ২৯)
আরো পড়ুন ঃ কিয়ামতের ১৩১টি আলামত সম্পর্কে বিস্তারিত
- নৌকায় আহরণের দোয়া
উচ্চারণঃ বিসমিল্লাহির মাজরেহা ওয়ি মুরসাহা ইন্না রব্বী লাগাফুরুর রাহীম।
অর্থঃ এ চলা ও থামা আল্লাহরই নামে । নিশ্চয়ই আমার মালিক ক্ষমাশীল ও দয়ালু।
( সুরা হূদ : ৪১)
- নতুন কাপড় পরিধানের দোয়া
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী মা উওয়ারী আ'ওরাতী ওয়া আতাজাম্মালু বিহী ফী হায়াতী।
অর্থঃ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন, যার দ্বারা আমি লজ্জা নিবারণ করি এবং আমার জীবনে শোভা-সৌন্দর্য লাভ করি।
(আবু দাউদ : ৪০২৩)
- শরীর থেকে কাপড় খুলে রাখার সময় দোয়া
উচ্চারণঃ বিসমিল্লা হিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।
অর্থঃ আল্লাহর নামে (কাপড় খোলা শুরু করছি) যিনি ছাড়া আর কোন ইলাহ (উপাস্য) নেই।
( তিরমিযী)
- হাসি দিয়ে দোয়া ও হাসির উত্তর দোয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন তোমাদের কেউ যখন হাঁচি দেয় তার বলা উচিত "আলহামদুলিল্লাহ" (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) তার সাথীর বলা উচিত "ইয়ারহামুকাল্লাহ" (তোমার প্রতি আল্লাহর রহমত করুন) তার জবাবে বলা উচিত "ইয়াদিকুমুল্লাহু ওয়া ইউসলুহু বালাকুম" (আল্লাহ তোমাকে হেদায়েতর পথ দেখান এবং তোমার অবস্থার সংশোধন করুন)
(বুখারী:৬২২৪)
আরো পড়ুনঃ বিপদ আপদ থেকে রক্ষা সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত
- সহবাসের দোয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন তোমাদের কেউ যখন হাঁচি দেয় তার বলা উচিত "আলহামদুলিল্লাহ" (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) তার সাথীর বলা উচিত "ইয়ারহামুকাল্লাহ" (তোমার প্রতি আল্লাহর রহমত করুন) তার জবাবে বলা উচিত "ইয়াদিকুমুল্লাহু ওয়া ইউসলুহু বালাকুম" (আল্লাহ তোমাকে হেদায়েতর পথ দেখান এবং তোমার অবস্থার সংশোধন করুন)
(বুখারী:৬২২৪)
আরো পড়ুনঃ বিপদ আপদ থেকে রক্ষা সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত
উচ্চারণঃ বিসমিল্লা-হি আল্লাহুমা জান্নিবনাশ শাইত্বা-না ওয়া জান্নিবিশ শাইত্বানা মা রযাক্বতানা।
অর্থঃ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ ! তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও এবং আমাদের যে সন্তান দিবে তাকেও বাঁচাও।
(বুখারী : ১৪১)
- দাওয়াত খাওয়ার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রযাক্বতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম।
অর্থঃ হে আল্লাহ! তুমি তাদের জীবিকার বরকত দাও এবং তাদের ক্ষমা কর ও তাদের প্রতি রহম করো।
(আবু দাউদ : ৩৭২১)
উচ্চারণঃ আল্লাহুম্মা আত্বই'ম মান আত্বয়ামানী ওয়াসক্বি মান সাক্বানি।
অর্থঃ হে আল্লাহ! যে আমাকে খাইয়েছে, তুমি তাকে খাওয়াও এবং যে আমাকে পান করিয়েছে তুমি তাকে পান করাও।
(মুসলিম : ২০৫৫)
- আয়নায় মুখ দেখার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা হাসসানতা খলক্বী ফাহাসসিন খুলুক্বি ওয়াহাররিম ওয়াজহি আ'লান্নারি।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার চেহারার সুন্দর করেছো। কাজেই আমার স্বভাব- চরিত্রকে সুন্দর করে দাও এবং আমার চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দাও।
( ইবনুস সুন্নী : ১৬৩)
- সত্য-মিথ্যা চিনার দোয়া
উচ্চারণঃ
اللهُ أَنَا الْحَقِّ حَقًّا وَارْزَقْنَا اتَّبَاعَهُ وَأَرَدْنَا الْبَاطِلَ بَاطِلاً ووَفِعْنَ
اجتنابه .
অর্থঃ আল্লাহ! হক বা সত্যকে তুমি আমার কাছে সত্য হিসেবে চিনিয়ে দাও এবং তার মেনে চলার তাওফীক দাও। আর বাতিল বা মিথ্যাকে মিথ্যা বলেই চিনিয়ে দাও এবং তা থেকে বেঁচে থাকার তাওফীক দাও।
- আল্লাহর পছন্দনীয় পথে চলার দোয়া
আরবি উচ্চারণঃ
اللهُ وفِقْنَا لِمَا تُحِبُّ وَتَرْمَى مِنَ الْقَوْلِ وَالْفِعْلِ وَالْعَمَلِ والنية والْهُدَى إِنَّكَ عَلَى كُلِّ عَيْءٍ قَدِيرٌ
অর্থঃ হে আল্লাহ ! আমাদেরকে কথা বলায়, দুনিয়ার কাজে ও দ্বীনি আমলে নিয়ত করায় ও হেদায়েত পালনে এমন ভাবে চলার তাওফীক দাও যাতে তুমি পছন্দ করো ও খুশি হও। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান।
- দিনের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া
উচ্চারণ
الله يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّت قَلْبِي عَلَى دِينِكَ يَا مُصَرِّفَ الْقُلُوبِ صَرْفٌ
قَلْبِي عَلَى طَاعَتِكَ يَا مُنَورَ الْقُلُوبِ نور قَلْبِي بِنُور مَعْرِفَتِكَ .
অর্থঃ অন্তরসমূয়ের ওলট পালটকারী হে আল্লাহ! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অধিষ্ঠিত রাখ । হে অন্তরসমূয়ের পরিচালক, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও। হে অন্তর আলোকিতকারী আল্লাহ! আমার অন্তরকে তোমার মারেফতের নূর দ্বারা আলোকিত করো।
(মুসলিম, তিরমিযী)
আরো পড়ুনঃ কবরের আযাব থেকে মুক্তি, কবর জিয়ারত, কবরবাসীর জন্য ক্ষমা সম্পর্কে বিস্তারিত
- আনন্দদায়ক ও ক্ষতিকর বস্তু দর্শনের দোয়া
নবী করীম (সাঃ) যখন আনন্দদায়ক কিছু দেখতেন তখন বলতেন -
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুছালিহাতু ।
অর্থঃ সেই আল্লাহর প্রশংসা যার নিয়ামতের কল্যাণে সব সৎকাজ সুসম্পন্ন হয় ।
আর যখন কোন ক্ষতিকর কিছু দেখতে তখন বলতেন-
উচ্চারণঃ আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হালিন।
অর্থঃ সব অবস্থাতেই সকল প্রশংসা আল্লাহর জন্য।
(ইবনে মাজাহ : ৩৮০৩)
- উপরে ওঠা ও নিচে নামার সময় দোয়া
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন উপরের দিকে আরোহণ করতাম তখন "আল্লাহু আকবার" বলতাম এবং যখন নিচের দিকে অবতরণ করতাম তখন "সুবহানাল্লাহ" বলতাম।
- ঋণ পরিষদের দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মাক ফিনী বিহালালিকা আ'ন হারামিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা আ'ম্মান সিওয়াক।
অর্থঃ হে আল্লাহ! তুমি তোমার হারাম বস্তু থেকে বাঁচিয়ে তোমার হালাল রিযিকই আমার জন্য যথেষ্ট করে দাও এবং তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী হতে না হয়।
(সুনান তিরমিযী : ৩৫৬৩)
- ঋণ ও চিন্তামুক্ত হওয়ার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আউ'যুবিকা মিনাল হাম্মি ওয়ালহাযিনি ওয়ালআজাযি ওয়ালকাসালি ওয়ালবুখলি ওয়ালজুবনি ওয়া দ্বলাই'দ্দাইনি ওয়া গালাবাতির রিজালি।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা -ভাবনা, অপারগতা, অলসতার কবল থেকে, অধিক ঋণ থেকে ও দুষ্ট লোকের অভিশপ্ত প্রাধান্য থেকে।
(সহীহ বুখারী : ২৮৯৩)
- স্বপ্ন দেখলে যা করতে হয়
জাবির (রাঃ) বর্ণনা করেন যে, রাসূল (সাঃ) বলেছেন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর স্বপ্নদোষ শয়তানের পক্ষ থেকে দেখা হয়ে থাকে। তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে বা তার জন্য অপছন্দ, তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু দেয় এবং বলে "আউযুবিল্লাহ মিনাশ শাইত্বনির রজীম" । তাহলে সে স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না ।
(সহীহ মুসলিম : ২২৬১)
আরো পড়ুনঃ রোজা সেহরি ইফতার তারাবির নিয়ত দোয়া ও মোনাজাত
- বৃষ্টি হওয়ার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা সক্বিনা গইছান, মুগীছান, মারিআ' মীরাআন মারী'আন, নাফি'আন গইরা দ্বররি, আ'জিলান গইরা আ-জিলিন।
অর্থঃ হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করো যা সুপেয় ,ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকারক নয়, শীঘ্রই আগমনকারী, বিলম্বকারী নয়।
( সুনান আবু দাউদ :১১৬৯)
- বৃষ্টি বন্ধের দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা হাওয়ালাইনা, ওয়ালা আ'লাইনা আ'লাল আকামি ওয়ালজ্বিবালি ওয়ালআজ্বামি ওয়াযযিরাবি ওয়ালআওদিয়াতি ওয়আমআনআবইতইশ শাজারি।
অর্থঃ হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্শন করো, আমাদের ওপর নয়। হে আল্লাহ! উঁচু ভুমিতে ও পাহাড় পর্বতে, উপত্যকা অঞ্চলে অঞ্চলে বর্ষণ করো।
(সহীহ বুখারী : ১০১৩)
- মেঘের গর্জন শুনলে/ বিদ্যুতের চমক দেখলে দোয়া
উচ্চারণঃ আল্লা-হুম্মা লা তাক্বতুলনা -বিযালিকা ওয়া লা- তুলহিকনা- বিআ'জা-বিকা, ওয়া আ'ফিনা-ক্বাবলা জা-লিকা ।
অর্থঃ হে আমাদের প্রভু! তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নিও।
(তিরমিযী)
আরো পড়ুনঃ আখিরাতে কল্যাণ লাভ সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত
- ইফতারের দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া 'আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার জন্যই সাওম রেখেছি। এখন তোমার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।
( সুনান আবু দাউদ:২৩৫৮)
- হালাল উপার্জনের দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া 'আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার জন্যই সাওম রেখেছি। এখন তোমার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।
( সুনান আবু দাউদ:২৩৫৮)
উচ্চারণঃ আল্লা-হু লাথীফুম বি'ইবা-দিহী ইয়ারঝুকু মাই ইয়াশা-য়ু ওয়া হুয়াল ক্ববিউউল 'আঝীঝু।
অর্থঃ আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অনুগ্রহপরায়ণ, যাকে ইচ্ছা তিনি গত আ আররিজিক দেন, তিনি শক্তিশালী, পরাকান্ত। (সূরা আশশঊরআ :১৯)
আরো পড়ুনঃ সূরা ফাতিহা ও ছোট ১০ টি সূরা সমূহ বাংলা উচ্চারণ অর্সথহ
- যাকাত বা দান কবুলের জন্য দোয়া
উচ্চারণঃ রব্বানা তাক্ব্বাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামী'উল আ'লীম
অর্থঃ হে আমাদের রব! আমাদের কাছ থেকে (আমাদের নেক আমলসমূহ) কবুল করো। একমাত্র তুমিই সবকিছু শোনো এবং সবকিছু জানো।
(সূরা বাকারা : ১০৭)
- কোথাও আগুি লাগলে যা করতে হয়
কোথাও আগুন লেগে গেলে তা নিভাতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এবং মুখে আল্লাহু আকবার বলতে হবে। কেননা রাসূল (সাঃ) বলেছেন, তাকবির আগুন নিভিয়ে দেয়।
আল্লাহ হাফেজ**
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url