নামাজের সালাম ফেরানোর পর দোয়া ও জিকির

আজ এই আর্টিকেলটিতে আমরা নামাজের সালাম ফেরানোর পরে যে সকল দোয়া ও জিকির পড়তে হয় সে সকল দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ বিস্তারিত আলোচনা করা হলো 

আরো পড়ুনঃ সূরা মূলক বাংলা উচ্চারণ অর্থ সহ ফজিলত 

১। বাংলা উচ্চারণঃ  আল্লাহু আকবার (১বার)

অর্থঃ আল্লাহ মহান।

২। বাংলা উচ্চারণঃ  আসতাগফিরুল্লা-হ (৩বার)

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।

৩। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা আন্তাস সালা-মু ওয়া মিনকাস সালা-মু তাবা-রাকতা ইয়া যালাজাঅর্থঃ ওয়াল ইকরআ-ম।

অর্থঃ হে আল্লাহ তুমি শান্তির প্রতীক আর তোমার থেকে শান্তির ধারা প্রবাহিত হয় তুমি বরকত দান করো হে প্রতাপ অসম্মানের অধিকারী।

৪। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা আই'ন্নী আ'লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই'বা-দাতিক।

অর্থঃ হে আল্লাহ! আমাকে তোমার স্মরণ এবং তোমার শুকরিয়া জ্ঞাপন ও ভালোভাবে তোমার ইবাদত করার জন্য সাহায্য কর।

৫। বাংলা উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইয়িন ক্বদীর।

আরো পড়ুনঃ সূরা ফাতিহা ও ছোট ১০ টি সূরা সমূহ বাংলা উচ্চারণ অর্সথহ

অর্থঃ আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই। যিনি একক ও তাঁর কোন অংশীদার নেই। তাঁরই জন্য সকল রাজত্ব ও তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল।

৬। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা লা-মানিয়া লিমা আ,ত্বইতা ওয়া লা মু'ত্বিয়া লিমা মানা'তা ওয়া লা য়্যানফাউল মাল জাদ্দি মিনকাল জাদ্দু।

অর্থঃ হে আল্লাহ! তুমি যা প্রদান করতে চাও তা রোধ করার কেউ নেই আর তুমি যা রোধ কর তা প্রদান করার কেউ নেই এবং তোমার নিকট কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।

৭। বাংলা উচ্চারণঃ সুবাহানাল্লা-হ (৩৩বার)  আলহামদু লিল্লাহ ষষ্ট(৩৩বার)  আল্লাহু আকবার (৩৩বার)

তারপর ১০০ পূর্ণ করার জন্য নিন্মের কালেমা পড়া

লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইয়িন ক্বদীর।

অর্থঃ আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই। যিনি একক ও তাঁর কোন অংশীদার নেই। তাঁরই জন্য সকল রাজত্ব ও তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল।

৮। সূরা আয়াতুল কুরসি 

বাংলা উচ্চারণঃ আল্লা-হু লা~ ইলা-হা ইল্লা হুও,আল হাইয়ুল ক্বাইয়ূম লা-তা' খুঁজুহূ সিনাতুওঁ ওয়া লা- নাওম; লাহূ মা-ফিস সামা- ওয়া-তি ওয়ামা- ফিল আরদ্ব; মান যাললাযী ইয়াশফা'উ ইন্দাহূ~ ইল্লা বিইযনিহ;। ইয়া'লামু মা- বাইনা আইদীহিম  ওয়ামা- খালফাহুম, ওয়ালা ইয়ুহীত্বনা বিশাইইম মিন ইলমিহী ~ ইল্লা-বিমা-শা ওয়া সি'আ কুরসিইয়ুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব; ওয়ালা-ইয়াঊদুহূ  হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আয্বীম।

অর্থঃ আল্লাহ ঐ চিরজীবী ও চিরস্থায়ী সত্তা, তিনি ছাড়া আর কোন মা-বুদ নেই। তিনি ঘুমান না, এমনকি তাঁর  ঘুমের ভাবও হয় না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর দরবারে সুপারিশ করতে পারে? যা কিছু বান্দাদের সামনে আছে তাও তিনি জানেন, আর যা তাদের অগোচরে আছে তাও তিনি জানেন। যা কিছু তার জ্ঞানের মধ্যে আছে তা থেকে কিছুই তাদের আয়ত্তে আসতে পারে না। অবশ্য কোন বিষয়ের জ্ঞান যদি তিনি নিজেই কাউকে দিতে চান তাহলে আলাদা কথা। তাঁর শাসন আসমান ও যমীন জুড়ে আছে এবং এসবের দেখাশোনার কাজ তাঁকে ক্লান্ত করতে পারে না। তিনি মহান ও শ্রেষ্ঠতম।

(ক) যে ব্যাক্তি প্রত্যেহ ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পড়বে, মৃত্যু ছাড়া কোন জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না।

(খ) যে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পাঠ করবে। তখন আল্লাহর পক্ষ হতে তার জন্য একজন রক্ষক (ফিরিশতা) নিযুক্ত হবেন। তাই সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না।

আরো পড়ুনঃ কিয়ামতের ১৩১টি আলামত সম্পর্কে বিস্তারিত

৯। সূরা ইখলাস, ফালাক ও নাস  একবার করে পড়া।

সূরা আল ইখলাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা উচ্চারণঃ কুল হুওয়াল্লা-হু আহাদ । আল্লা-হুস্ব স্বামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহূ কুফুওয়ান আহাদ।

অর্থঃ 
১। (হে রাসুল!) আপনি বলে দিন, তিনি আল্লাহ, (যিনি) একক।
২। আল্লাহ অমুখাপেক্ষী।
৩। তুমি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
৪। এবং কেউ তার সমতুল্য নেই।

সূরা আল ফালাক

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ কুল আউযু বিরাব্বিল্ ফালাক্ব। মিন্ শাররি মা খালাক্ব।  ওয়া মিন্ শাররি গাছিক্বিন ইযা ওয়াক্বাব।  ওয়া মিন শাররি্ন নাফ্ফাসাতি ফিল্ উক্বাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ্।

 অর্থঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

১। (হে মোহাম্মদ) আপনি বলুন, আমি ঊষার প্রভুর আশ্রয় চাচ্ছি।

২। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে।

৩। এবং আঁধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়।

৪। এবং অনিষ্ট হতে ঐ সকল নারীদের, যারা গ্রন্থিতে ফুৎকার দেয়।

৫। এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।

সূরা আল নাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ কুল আউযু বিরাব্বিন্ নাস। মালিকিন্ নাস। ইলাহিন্ নাস। মিন্ শাররিল্ ওয়াস্ওয়াসিল্ খান্নাস। আল্লাযী ইউওয়াসয়িসু ফী সুদূরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান্ নাস।

অর্থঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

১। (হে মোহাম্মদ) আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে।

২। মানুষের অধিপতির কাছে।

৩। মানুষের ইলাহের কাছে।

৪। পলায়ন শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট হতে।

৫। যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।

৬। জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে যাবতীয় অনিষ্ট হতে নিরাপদে থাকা যায়।

আরো পড়ুনঃ দৈনিন্দন জীবনে গুরুত্বপূর্ণ দোয়া জিকির সমূহ অর্থসহ

১০। বাংলা উচ্চারণঃ সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী

অর্থঃ আমি আল্লাহর প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করছি।

১১। বাংলা উচ্চারণঃ রযীতু বিল্লাহি রব্বাউঁ ওয়া বিল ইসলা-মি দীনাউঁ ওয়া বিমুহাম্মাদির রসূলা।

অর্থঃ আমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দিন এবং মোহাম্মদ (সাঃ) কে রসূল হিসেবে সন্তুষ্টচিত্তে  মেনে নিয়েছি।

১২। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মাক ফেনী বিহালা-লিকা আন হারা-মিকা  ওয়া আগনিনী বিফাযলিকা আমমান সিওয়াকা।

অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে তোমার হালালের সাহায্যে তোমার হারাম (বস্তু) হতে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হতে আমাকে আত্মনির্ভরশীল কর। 

যদি কোন ব্যক্তির পাহাড় পরিমাণ স্বর্ণমুদ্রার ঋণ ও থাকে, তাহলে আল্লাহ (উক্ত দোয়ার মাধ্যমে) তার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন।

১৩। বাংলা উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহাল লাযী লা-ইলা-হা ইল্লা-হুআল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতূবু ইলাইহি।

অর্থঃ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোন মা'বূদ নেই। তিনি চিরজীব ও চিরস্থায়ী। আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি।

আরো পড়ুনঃ আয়াতুল কুরসী ও সূরা হাশরের শেষের ৩ আয়াত বাংলা অর্থসহ ফযীলত 

১৪। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুক্বা-ওয়াল আফা-ফা ওয়াল গিনা।

অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট সঠিক পথ, পরহেজগারিতা, নৈতিক পবিত্রতা এবং সামর্থ্য প্রার্থনা করছি।

১৫। বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খালাক্বতানী, ওয়া আনা আব্দুকা ওয়া আনা আশা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাত্বা'তু আউ'যুবিকা মিন শার্রি মাসানা'তু  আবূউ লাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবূউ বিযামবী ফাগফিরলী ফাইন্নাহু লা-য়্যাগফিরুয যুনূবা ইল্লা আন্তা।

অর্থঃ হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন মা'বূদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অস্বীকার ও প্রতিশ্রুতিতে (ঢৃঢ় ) আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহ কে স্বীকার করছি এবং তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা, তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই।

রাসূল (সাঃ) বলেন যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হবার পূর্বে মারা যাবে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নিবে আর সে সকাল হওয়ার আগে মারা যাবে সে জান্নাতী  হবে।

১৬। বাংলা উচ্চারণঃ লা হাওলা ওয়ালা ক্ব্যুওয়াতা ইল্লা বিল্লা-হ।

অর্থঃ আল্লাহ ছাড়া কোন ক্ষমতা ও শক্তি নেই।

আল্লাহ হাফেজ***

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url