Tense Voice Spoken Grammar Vocabulary Ielts মাধ্যমে মাত্র ৭ দিনে আজীবনের জন্য ইংরেজি শিখুন পাঠ-২
সর্বাধিক কৌশল সমৃদ্ধ MAGIC ENGLISH Tense Voice Spoken Grammar Vocabulary Ielts মাধ্যমে মাত্র ৭ দিনে আজীবনের জন্য ইংরেজি শিখুন।
Continuous Tense- এর সব নিয়ম ঠিক থকবে, কেবল Continuous Tense- এর সাথে সময় উল্লেখ থাকবে, যেমন: 'তিন ঘন্টা ধরে', 'সকাল থেকে', 'পাঁচ বছর যাবং 'দীর্ঘক্ষণ যাবৎ', '২০০০ সাল থেকে', 'সোমবার থেকে' ইত্যাদি বাক্যাংশ যোগ করলেই বাক্যটি সাথে সাথে Perfect Continuous Tense-এ রূপান্তরিত হবে। যেমন:
ক্রিয়ার প্রথম বর্ণের পরে এ-কার (C) না থাকলে সকল প্রকার Continuous Tense / Perfect Continuous Tense হয়।
প্রতিটি পৃথকভাবে নির্ণয়ের কৌশল
Continuous Tense
আমি কাজটি ক র ছি।
তিনি বইটি প ড়ছেন।
Perfect Continuous Tense
আমি কাজটি করছি তিন ঘন্টা ধরে।
তিনি বইটি পড়ছেন দীর্ঘক্ষণ ধরে।
ছ' ছেন = Present Continuous Tense বা Present Perfect Continuous Tense.
Continuous Tense
আমি কাজটি ক রছিলাম।
তিনি বইটি প ড়ছিলেন।
Perfect Continuous Tense thanks
আমি কাজটি করছিলাম ২০০০ সাল থেকে।
তিনি বইটি পড়ছিলাম পাঁচ দিন ধরে।
'ছল' = Past Continuous Tense বা Past Perfect Continuous Tense.
Continuous Tense
আমি কাজটি ক রতে থাক বা।
তিনি বইটি প ড়তে থাকবেন।
Perfect Continuous Tense
আমি কাজটি করতে থাকবো এক ঘন্টা ধরে।
তিনি বইটি পড়তে থাকবেন শুক্রবার থেকে।
Present Indefinite Tense
Present Indefinite Tense: ক্রিয়ার (Verb-এ) 'ছ' 'ল' এবং (ছবল) না থকলে সাধারণত Present Indefinite Tense হয়। যেমন:
Indefinite Tense
সে কলেজে যায়।
সে একটি গান গায়।
[ক্রিয়ার শেষে 'ছ' কিংবা 'ল' কিংবা 'ব' নেই]
............................
Continuous Tense
পাখিরা আকাশে উড়ে।
তুমি একটি ছবি আঁক।
[ক্রিয়ার শেষে 'ছ' কিংবা 'ল' কিংবা 'ব' নেই]
(এ-কার) নাই।
Perfect Continuous Tense
সে দশম শ্রেণিতে পড়ে।
তারা রোজ মাছ ধরে।
[ক্রিয়ার শেষে 'ছ' কিংবা 'ল' কিংবা 'ব' নেই]
(এ-কার) নাই+ সময়।
তবে, ক্রিয়ার প্রথম বর্ণের ঠিক পরে 'ল' থাকলে Present Indefinite Tense হয়। ছ' এর পরে 'ল' থাকলে Present Indefinite Tense হয় না। নিয়মানুসারে Past Continuous Tense ও Past Perfect Continuous Tense হয়। যেমন:
Present Indefinite Tense
সে ফোনে কথা বলে।
সে ফুল তোলে।
Past Continuous Tense ও Past Perfect Continuous Tense
সে ফোনে কথা বলছিল/সে ফোনে কথা বলছিল ২ ঘন্টা ধরে।
সে ফুল তুলছিল/সে ফুল তুলছিল সকাল থেকে।
'ছ' এরপরে 'ল' আছে।
সুতরাং ক্রিয়ার প্রথম বর্নের পরে এ-কার না থকলে Continuous Tense এবং Perfect Continuous Tense হয়।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url