সূরা ক্বাদর বাংলা উচ্চারণ অর্থসহ শানে নুযূল ও ক্বদরের রাতের ফজিলত
সূরা আল-ক্বাদর (বা ক্বাদর) (আরবি: سورة القدر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রূকুর সংখ্যা ১। আল ক্বদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।[১] কদরের এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে "লায়লাতুল-কদর" তথা মহিম্মান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লায়লাতুল-কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা-এস্তেগফার ও এবাদতের মাধ্যমে সম্মানিতও হয়ে যায়।
সূরা আল-ক্বাদর
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলায় উচ্চারণ : ইন্না~আনযালনা-হু ফী লাইলাতিল ক্বাদরি।
অর্থ: (১) নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি।
বাংলায় উচ্চারণ : ওয়ামা~আদরা-কা মা-লাইলাতুল ক্বাদরি।
অর্থ: (২) আর কদরের রাত সম্বন্ধে আপনি কি জানেন?
বাংলায় উচ্চারণ : লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহরিন।
অর্থ: (৩) কদরের রাত সহস্র মাসের চেয়েও শ্রেষ্ঠ।
বাংলায় উচ্চারণ : তানাযযালুল মালা-ইকাতু ওয়াররূহ ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন।
অর্থ: (৪) (সে রাতে) ফেরেশতারাগণ ও রূহ (জিবরাঈল) তাদের রবের অনুমতিক্রমে অবতীর্ণ হয়।
বাংলায় উচ্চারণ : সালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজ্বরি।
অর্থ: (৫) তুষার উদয় হওয়া পর্যন্ত ওই রাতটি পুরোপুরি শান্তিময়।
সূরা ক্বাদরের শানে নুযূল
একবার রাসূলুল্লাহ (সা) বনী ইসরাইলের একজন সাধকের কথা আলোচনা করেন। যিনি ১ হাজার মাস যাবত দিনের বেলা রোজা রেখে আল্লাহর এবাদত করতেন। এ কথা শুনে সাহাবীগণ খুব নিরাশ হয়ে পড়লেন। তারা বললেন, আমাদের বয়স পূর্বের উম্মতগণের তুলনায় খুবই কম। আমরা কিভাবে তাঁদের মত নেক আমল করে ছাওয়াব অর্জন করব। এ প্রেক্ষিতে এ সূরাটি অবতীর্ণ হয়। যাতে রাসুলুল্লাহ (সা) এর উম্মতগণের মর্যাদার কথা আল্লাহ পাক ঘোষণা করেন। ( আসহাবুন নুযূল)
ক্বদরের রাতের ফজিলত
আমি এ কুরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে বেশি ভালো। ফেরেশতারা ও রুহ এ রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এ রাত্রি পুরাপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত।
আল্লাহ তাআ’লা কদর সূরায় বলেছেন যে কোরআন নাজিল ও হাজার বছরের চেয়ে ও বেশি সওয়াব পাওয়া যায়। এই রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। কারু কপালে যদি এই রাত কবুল হয়ে যায় সে তু বড় ভাগ্যবান। আমাদের সবাইকে এই রাত কবুল করে যেন আমিন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url