ইসলামী ব্যাংক এমক্যাশ ও এটিএম/সিআরএম এবং মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট সেবা সমূহ
ইসলামী ব্যাংক এম ক্যাশ স্যালারি পেমেন্ট এম ক্যাশের মাধ্যমে বেতন প্রদানের সুবিধা এটিএম/সিআরএম সর্বাধুনিক প্রযুক্তিতে বহুমাত্রিক সেবা এবং মুদারাবা হজ্জ সেভিংস অ্যাকাউন্ট এর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রতিষ্ঠানের সুবিধা
নগদ টাকায় গার্মেন্টস/শিল্প প্রতিষ্ঠানের বেতন প্রধান অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। পক্ষান্তরে এম ক্যাশ এর মাধ্যমে সহজে কম সময়ে ও বিনা খরচে কর্মীদের বেতন ভাতা পরিশোধ করা যায়।
আরো পড়ুন: বিনিয়োগের প্রকারভেদ - বিনিয়োগের বৈশিষ্ট্য
গ্রাহকের সুবিধা
- নিজের এম ক্যাশ একাউন্টে সরাসরি বেতনের টাকা জমা হয় যা অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য।
- বেতনের টাকা ইসলামী ব্যাংকের যেকোনো এটিএম/ সিআরএম হতে রাত-দিন ২৪ ঘন্টা বিনা খরচে উত্তোলন করা যায়।
- দেশব্যাপী ইসলামী ব্যাংকের ৬০০ এর অধিক শাখা উপশাখা হতে বেতনের টাকা ফ্রি উত্তোলন করা যায়।
- এম ক্যাশ এজেন্ট পয়েন্ট হতে হ্রাসকৃত চার্জে (০.৯% বা প্রতি হাজারে ৯ টাকা ক্যাশ আউট সুবিধা।
- মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার ও মার্চেন্ট পেমেন্ট সহ এম ক্যাশ এর অন্যান্য সুবিধা।
- এম ক্যাশ একাউন্টে কোন এক্সাইজ ডিউটি বা একাউন্ট মেইনটেন্যান্স চার্জ নেই।
এম ক্যাশ থেকে এটিএম/সিআরএম এর মাধ্যমে টাকা উত্তোলনের ধাপসমূহ:
- কার্ডবিহীন লেনদেন সিলেক্ট করুন।
- এম ক্যাশ ট্রানজেকশন সিলেক্ট করুন।
- ১২ ডিজিটের এম ক্যাশ নম্বর দিন।
- ৪ ডিজিটের পিন নম্বর দিন।
- টাকার পরিমান লিখন।
- ওটিপি লিখুন।
- ক্যাশ গ্রহনের জন্য অপেক্ষা করুন।
ইসলামী ব্যাংকের এটিএম/সিআরএম সর্বাধুনিক প্রযুক্তিতে বহুমাত্রিক সেবা সমূহ
এটিএম সেবা:
>> যে কোন ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন (এনপিএসবি, ভিসা কার্ড, মাস্টারকার্ড, ইউনিয়ন পে)
>> ফান্ড ট্রান্সফার সেবা।
• ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে।
• ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ ক্রেডিট ও প্রিপেইড কার্ডে।
• অন্য ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্টে (এনপিএসবি ও ভিসার মাধ্যমে)
>> গ্রিন পিন
• কার্ডের জন্য পেপারলেস পিন সেট করা।
>> ব্যালান্স অনুসন্ধান ও মিনি স্টেটমেন্ট
>> পেমেন্ট সেবা
• খিদমাহ ক্রেডিট কার্ডের বিল প্রদান।
• মোবাইলে ব্যালান্স রিচার্জ।
• ইউটিলিটি বিল পরিশোধ।
• টিউশন ফি ও যাকাত প্রদান।
>> কার্ডলেস ট্রানজেকশন
• এমক্যাশ ক্যাশ আউট।
• ক্যাশ বাই কোড প্রেরণ ও উত্তোলন।
• সেলফিন ক্যাশআউট।
> অন্যান্য সেবা
• চেক বই রিকোয়েস্ট।
• স্টপ পেমেন্ট, সেভেন ডে নোটিশ ও পজিটিভ পে নির্দেশনা প্রদান।
• মুদারাবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা সুবিধা।
আরো পড়ুন: ব্যাংকে চাকরি কি হারাম - সরকারি ব্যাংকে চাকরি কি হালাল
সিআরএম সেবা
>> এটিএম-এর সকল সেবা।
>> রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট।
>> ইসলামী ব্যাংকের যেকোন অ্যাকাউন্টে ও কার্ডে ক্যাশ জমা।
>> সেলফিন ও এমক্যাশে ক্যাশ জমা।
>> কর্পোরেট কালেকশন।
লক্ষণীয়
• সিআরএম মেশিনে কেবল ১ হাজার ও ৫০০ টাকার নোট জমা করা যাবে।
• প্রতিবার সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা করা যায়।
• প্লাটিনাম কার্ডে ২ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন সুবিধা।
• ক্যাশ বাই কোডে ২০ হাজার টাকা পাঠানোর খরচ মাত্র ২০ টাকা।
মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট
পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তি যাতে সহজে হজ পালন করতে পারেন সেজন্য ইসলামী ব্যাংকের রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট।
বৈশিষ্ট্য:
• ১ থেকে ২৫ বছর মেয়াদে মাসিক কিস্তিতে হজের টাকা জমা করা যায়।
• ব্যক্তি একক নামে ব্যাংকের যেকোনো শাখা/উপশাখা/এজেন্ট আউটলেট থেকে অথবা সেলফিন অ্যাপের মাধ্যমে ঘরে বসে এ হিসাব খুলতে পারেন।
• সর্বোচ্চ ওয়েটেজে মুনাফা প্রদান করা হয়।
• কোনো জমাকারী যদি পরবর্তীতে হজ সম্পাদনে আগ্রহী না হন এবং জমাকৃত অর্থ উত্তোলন করতে চান, তাহলে তিনি মুদারাবা সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন।
অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের কপি।
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- নমিনির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এর কপি ও ১ কপি ছবি।
- ইউটিলিটি বিল ও টি আই এন এর কপি (যদি থাকে)
বিস্তারিত জানতে
ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে যোগাযোগ করুন কন্টাক্ট সেন্টার: ১৬২৫৯ অথবা ০২-৮৩৩১০৯০।
islamibankbangladeshtimited
islamibankbangladeshlimited
islamibankbangladeshlimited
twitter.com/IBL1983
in islamibankbangladeshlimited
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url